সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক চুয়াডাঙ্গায় মতবিনিময় 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক চুয়াডাঙ্গায় মতবিনিময় 

‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক শিরোনামে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডার, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও পাটচাষী ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মিনহাজের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মমরেজ আলী, চুয়াডাঙ্গা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক হারুন অর রশীদ, চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, বিশিষ্ট ব্যবসায়ী মহাকাল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বাবুসহ বিভিন্ন পাটচাষী ও পাট শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা বলেন, নদীমাতৃক এদেশে কাচা (গ্রীন) পাটের অপার সম্ভাবনা  রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য যদি প্রান্তিক চাষী, উদ্যোক্তাসহ এ শিল্পের সাথে জড়িত সকলকে উদ্বুদ্ধ করে বহির্বিশ্বের চাহিদা অনুযায়ী সেগুলো প্রক্রিয়াজাত করা যায় তাহলে এই সেক্টর থেকে বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। 

এ ব্যাপারে পাট শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের সরকারি সাধ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় যে সহযোগিতা করা সম্ভব সেগুলো করার জন্য আমরা কাজ করবো।

টিএইচ